গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:
গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


গাইবান্ধা জেলা প্রতিনিধি
১২ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সকাল সাড়ে ৯টায় স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলী আকবর, অধ্যক্ষ মাজহার উল মান্নান, ইদ্রীস আলী, আখতার হোসেন, আবু সায়েম মো. মেরাজুল হক, ফেরদৌস রহমান, মওদুদ আহমেদ, সাব্বির আহমেদ প্রমুখ। পরে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উলে­খ্য, দিবসটি পালনে এসকেএস ফাউন্ডেশন, জিইউকে, কাতলামারী সমাজ উন্নয়ন সংস্থা ও কর্মীরহাতসহ বিভিন্ন সংগঠন সহযোগিতা করে। 


অনুষ্ঠানে জেলা প্রশাসক, গাইবান্ধা অনুভব বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী আশামনি পুতুল ও আবির দুবাইয়ের আবুধাবীতে বিশেষ অলিম্পক গেমস্ হ্যান্ডবল প্রতিযোগিতায় স্বর্ণ পদক লাভ করায় তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এছাড়া দুই প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়।

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top