
আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি: চর্তুথ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ঘাটাইলে শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হলেও ভোটারদের উপস্থিতি ছিল খুবই হতাশাজনক। বেশ কিছু কেন্দ্রের বুথে দুপুর গড়িয়ে গেলেও ব্যালটবাক্সে ভোট ছিল শূন্য। এ উপজেলার ১১৭টি কেন্দ্রের কোথাও ভোটারদের লম্বা লাইন চোখে পড়েনি। তবে দুপুর গড়িয়ে যাওয়ার পর থেকে প্রার্থীদের দৌড়া-দৌড়িতে ভোটারদের উপস্থিতি কিছুটা হলেও বাড়তে থাকে। এ উপজেলায় ভোটাদের উপস্থিত ছিল ৩২.৬৪ %।
সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম লেবু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১১৭ কেন্দ্রের সব কয়টির প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ৬৪ হাজার ১০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ আরিফ হোসেন পেয়েছেন ২৯ হাজার ৮৮৭ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৩৪ হাজার ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজী আরজু । তার নিকটতম প্রতিদ্ব›দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৩০ হাজার ৬২২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা সুলতানা শিল্পী সেলাই মেশিন প্রতীক নিয়ে ৩৬ হাজার ৭৩১ বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রজাপতি প্রতীকে তাসলিমা জেসমিন পাপিয়া পেয়েছেন ২৮ হাজার ২৮১ ভোট।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।