বেলকুচিতে ১১তম গ্রেডের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

S M Ashraful Azom
0



জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 
সিরাজগঞ্জের বেলকুচিতে ১১তম গ্রেডের দাবীতে মানববন্ধন করেছে নব্য প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকগণ।

বুধবার দুপুরে প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে স্থানীয়  আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওয়াপদা রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

নব্য জাতীয় করণকৃত সহকারী শিক্ষক সমিতির উপজেলা কমিটির আহ্বায়ক শেখ চাঁদ মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহব্বায়ক আবু জার আলী সরকার, সদস্য শামচুল আলম,  আকমল হোসেন, আব্দুল আলিম, আব্দুল হালিম সরকার, বদিউজ্জামান প্রমুখ। 

এসময়  তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে প্রথমিক শিক্ষকদের ১১ তম গ্রেডসহ যে সকল  নব্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছে তাদের ৫০ শতাংশ চাকুরিকাল গননা ও আমলাতান্ত্রী জটিলতা রয়েছে তা নিরসনের  দাবী পেশ করেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top