সেবা ডেস্ক: বলিউডে না এসেও সাইফ-কারিনা পুত্র তৈমুর আলি খান যে জনপ্রিয়তার নিরিখে কোনো সুপারস্টারকেও হার মানান, সে কথা আর বলার দরকার নেই। দিনে দিনে ছোট্ট নবাবের জনপ্রিয়তা যেন বাড়ছে। এবার তৈমুর ভক্তদের জন্য রয়েছে আরো একটি সুখবর।শোনা যাচ্ছে, ২ বছরের ছোট্ট তৈমুর নাকি বলিউডে ডেবিউ করতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। সম্প্রতি, ভারতীয় গণমাধ্যম এমই খবর প্রকাশ করেছে। আর তৈমুরের বলিউড ডেবিউ হচ্ছে কারিনার ছবি দিয়েই। বেবোর আগামী ছবি ‘গুজ নিউজ’ এ দেখা যাবে তৈমুরকে।
একটি এন্টারটেইনমেন্ট পোর্টালে প্রকাশিত খবর ‘গুড নিউজ’ অনুসারে তৈমুরকে ১০ মিনিটের একটি দৃশ্যে কারিনা ও অক্ষয়ের সঙ্গে ছবিতে দেখা যাবে।
কিছুদিন আগে ‘গুড নিউজ’ ছবির সেটে তৈমুরকে নিয়ে গিয়েছিলেন কারিনা। সেখানে কিয়ারা আদভাণীর সঙ্গে খেলতে দেখা গিয়েছিল ছোট্ট তৈমুরকে। ছোট্ট ‘টিম’ এর সঙ্গে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়েছিলেন কিয়ারা। এখন বেশ বোঝা যাচ্ছে, ওই দিন শ্যুটিংয়ের জন্যই কারিনা তৈমুরকে সেখানে নিয়ে গিয়েছিলেন।
সম্প্রতি, করিনা মজা করে বলেছিলেন, আমার এখন ভয় হচ্ছে পাপারাৎজিরা যেভাবে তৈমুরের পিছনে দৌড়ে বেড়ান, আর ওর ছবি তোলেন, তাতে কোনোদিনও যদি ওর ছবি না প্রকাশিত হয়, তাহলে তৈমুর হয়ত আমাকে মেরেই ফেলবে। প্রশ্ন করে বসবে আমার ছবি কোথায়?
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।