জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্যকে খেলনা পিস্তল ও দুটি ছুরিসহ আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে অভিযান চালিয়ে খেলনা পিস্তল ও দুটি ছুরিসহ ডাকাত দলের ২ সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হলেন, কদমতলী পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রহমত আলী (২৬), জামাল প্রামানিকের ছেলে ইয়ামিন (১৯)।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, কিছু ডাকাতেরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির পস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় ২ ডাকাত সদস্যকে খেলনা পিস্তল, স্টীলের দুটি ছুরি ও বাশের লাঠিসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।