প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতির ১০টাকা দরে চাল বিতরণ

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:
প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতির ১০টাকা দরে চাল বিতরণ  শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি

শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ চারবারে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী প্রতিশ্রæতির ঘোষনা অনুযায়ী খাদ্য অধিদপ্তর পরিচালিত হত-দরিদ্রদের জন্য সরকারের নির্ধারিত ১০টাকা মুল্যে চাল কার্ডের মাধ্যমে রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে খাদ্যবান্ধব কর্মসূচীর এ চাল বিতরন করা হচ্ছে। সোম, মঙ্গল ও বুধবার সকাল থেকেই প্রতিটি ডিলার এ চাল বিতরণ করে থাকেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুধবার দুপুরের দিকে রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের ডিলার আব্দুর রহিম স্বাধীন সকাল থেকেই খাদ্যবন্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরণ শুরু করেন। তিনি সুষ্ঠ ও নিরাপদ পরিবেশে ৫শ’৭২জন হত-দরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন। এবারে বিতরণকৃত চাল মানসম্মত বলে সুবিধাভোগীরা জানান।

প্রতিবছর খড়া মৌসুমে খেটে খাওয়া মানুষের হাতে কোন কাজ না থাকায় বেকার হয়ে পড়েন। তারা পরিবার পরিজন নিয়ে অর্ধহারে অনাহারে দিনাতিপাত করেন। খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১০টাকা দরে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১৪হাজার, ৫’শ, ৯৪জনকে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল দেওয়া হচ্ছে।


এব্যাপারে ডিলার আব্দুর রহিম স্বাধীন বলেন, আমি যথা নিয়মে হত-দরিদ্রদের মাঝে চাল বিতরণ করছি। কেউ যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে সব সময় সজাগ থাকি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top