চার জেলার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

S M Ashraful Azom
0
চার জেলার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সেবা ডেস্ক: গ্রাহক ভোগান্তি, ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চার জেলার পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হটলাইন ১০৬- এ আসা অভিযোগের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

সোমবার দুদক প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট হতে রংপুর, যশোর, রাঙামাটি ও খুলনা  জেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় রংপুর বিভাগীয় পাসপোর্ট অফিস, ঝিনাইদহ, রাঙ্গামাটি ও সাতক্ষীরা জেলা পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দুদকের ওই টিম। পাসপোর্ট অফিসের সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগসমূহ লিপিবদ্ধ করে এবং দুদক টিমের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে পাসপোর্ট সংক্রান্ত নানাবিধ জটিলতার নিরসন করা হয়।

এদিকে সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দুদকের একটি টিম অভিযান চালিয়েছে। এসম মো. শহীদুল আলম নামে এক দালালকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃত দালাল জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে প্রায় সকল কর্মকর্তা-কর্মচারী দালালদের সঙ্গে আঁতাত করে পাসপোর্টের ফরম জমা নেন। দালাল ছাড়া পাসপোর্ট জমা দিতে গেলে অফিস থেকে নানা ভুল দেখিয়ে হয়রানি করা হয়।

মো. শহীদুল জানান, প্রত্যেক পাসপোর্টে নির্ধারিত ব্যয়ের তুলনায় কমপক্ষে ২০০০ টাকা অতিরিক্ত খরচ করতে হয়।

দুদক টিম পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে দালাল নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top