
সেবা ডেস্ক: আজ ৯ এপ্রিল মঙ্গলবার হবিগঞ্জের বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদক। এসময় এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো, ইয়াছিন আরাফাত ও হবিগঞ্জ দুদকের কর্মকর্তা অসীম কুমার সাহা। দণ্ডিত জসিম উদ্দিন শহরতলীর বড় বহুলা গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত বলেন, বেশ কিছুদিন যাবত হবিগঞ্জ বিআরটিএ’র কার্যালয়ে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে অফিসে অভিযান চালানো হয়।
এসময় জসিম নামে এক দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
তিনি আরো বলেন, হবিগঞ্জ বিআরটিএ অফিসকে দালাল মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।