বেলকুচিতে ডাকাতির মালামাল সহ ৩ সদস্য আটক

S M Ashraful Azom
0
বেলকুচিতে ডাকাতির মালামাল সহ ৩ সদস্য আটক

জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাতির মালামাল সহ ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। 

সোমবার গভীর রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহিলা সহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করা হয়। 

আটকৃতরা হলেন, ধুকুরিয়া বেড়া ইউনিয়নে পিড়ার চর গ্রামের সোবাহান সরকারের স্ত্রী সোনেকা খাতুন (৪০), দৌলতপুর ইউনিয়নে ধূলগাঁগড়া খালী গ্রামের সোলেমানের ছেলে আশরাফ আলী (২৮) ও দৌলতপুর গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে ফারুক হোসেন( ৩০)।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গত ৮ এপ্রিল রাত আনুমানিক সারে ৩ ঘটিকার সময় দৌলতপুরের একটি বাড়িতে ডাকাতি হয়। এরই ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আমরা ডাকাত দলের মহিলা সহ ৩ সদস্যকে আটক করি। এদের কাছ থেকে ডাকাতি করা ২টি স্বর্ণের ব্যাচলেট ২ টেইন, ১ টি মোবাইল ফোন ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top