
সেবা ডেস্ক: ফারমার্স ব্যাংকের মাওনা ও মিরপুর শাখা থেকে সাড়ে ৫২ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে পরিবারের তিন সদস্যসহ এক ব্যবসায়ীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৮ এপ্রিল বৃহস্পতিবার ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপারের কাছে তারা যাতে দেশ ত্যাগ না করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম চিঠি দিয়েছেন।
দুদকের জনসংযোগ দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা হলেন ব্যবসায়ী সাইফুর রহমান, তার স্ত্রী সাজিয়া খাতুন, বাবা মীর আব্দুর শাকুর এবং তার মা হাসিনা বেগম।
দুদকের অভিযোগে বলা হয়, ফারমার্স ব্যাংকেব সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) সহযোগিতায় ব্যাংকটির মাওনা শাখা ও মিরপুর শাখা থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করেন। যা সুদ-আসলে ৫২ কোটি ৪৭ লাখ টাকা। এসব টাকা সাইফুর রহমান পাচার করেন বলে অভিযোগে বলা হয়।
ওই ব্যবসায়ী ঋণ গ্রহণে তার স্ত্রী, বাবা ও মা জামিনদার করা হয় বলে অভিযোগে বলা হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।