
সেবা ডেস্ক: ২১ এপ্রিল রোববার জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম কর্তৃক মাংস বিক্রেতাদের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ৭ জনকে মোট ৭০০০/- টাকা জরিমানা করা হয়।
জানা যায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রয় করায় ভ্রাম্যমান আদাল এই জরিমানা করে।
নির্ধারিত মূল্যে মাংস বিক্রয় নিশ্চিত করার জন্য আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে একটি বিশেষ সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভায় মাংসের মূল্য নির্ধারণ করে সকল মাংস বিক্রেতার দোকানে মূল্যতালিকা টানানো বাধ্যতামূলক করা হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।