রাজীবপুরে চাকরীর দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন

S M Ashraful Azom
0
রাজীবপুরে চাকরীর দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন
সেবা ডেস্ক: ২১ এপ্রিল রবিবার রাজীবপুর উপজেলা পরিষদ চত্তরে রাজীবপুর ন্যাশনাল সার্ভিস ঐক্য পরিষদের উদ্যোগে বেকার যুবক ও যুবমহিলারা চাকরীতে পূর্ণবহাল ও জাতীয় করণের দাবিতে মানববন্ধন করেছে।

মানববন্ধন কর্মসূচি শেষে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে বেকার যুবক ও যুব মহিলারা।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম লাল, সদস্য আজগর আলী, হুমায়ুন কবীর মিলন, আফসানা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে বলেন, দেশের সবচেয়ে গরীব জেলা কুড়িগ্রাম এই জেলার বেকার যুবক ও যুব মহিলারা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় প্রশিক্ষণ গ্রহণ করে দুই বছর মেয়াদী চাকরি করেছিল সরকারী বিভিন্ন দপ্তরে। মেয়াদ শেষ হওয়ার পর আবারো বেকার হয়ে পরে এই প্রান্তিক এলাকার যুবক ও যুবমহিলারা।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, আমাদের বিশ্বাস প্রাধানমন্ত্রী আবারও আমাদের মত বেকারদের বেকারত্ব দূর করণে অবশ্যই কোন পদক্ষেপ নেবেন। প্রধানমন্ত্রীর আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রয়োজনে জীবন দেব সহ নানা স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে চাকরি প্রার্থীরা মানববন্ধনেে অংশগ্রহন করে।

একই দাবিতে গত ১৩ মার্চ মানববন্ধন হয়েছিল। ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে প্রতিটি পরিবার থেকে ১জন করে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দরিদ্র জেলা কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ন্যাশনাল সার্ভিসের আওতায় প্রায় ৭ শতাধিক বেকার যুবক ও যুবমহিলাকে সরকারিভাবে প্রশিক্ষণ করানো হয় এবং মাসিক ৬ হাজার টাকা ভাতা প্রদান করে ২ হাজার টাকা প্রতিমাসে সঞ্চয় করে দুই বছর পর ৪৮ হাজার টাকা পায় এই কর্মসূচিতে অংশগ্রহণকারী বেকার যুবক ও যুবমহিলারা। তবে কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পর আবারও বেকার হয়ে পরে তারা।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top