সকল সূচকে বাংলাদেশ বিশ্বের রোল মডেল

S M Ashraful Azom
0
সকল সূচকে বাংলাদেশ বিশ্বের রোল মডেল
সেবা ডেস্ক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, সব সূচকে, সব মানদণ্ডে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৫ জন নেতার মধ্যে নেতৃত্বে অন্যতম।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় ফার্মাসিস্টদের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম  এর আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যে উন্নয়নের ধারা চলছে তা অব্যাহত থাকলে আগামীতে আর ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হবে না। তখন যে দুই শতাংশ ওষুধ আমদানি করা হতো, তাও করতে হবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যেভাবে উন্নয়ন অব্যাহত রেখেছেন তা আমাদের ধরে রাখতে হবে এবং এর জন্য ফার্মাসিস্টদের এগিয়ে আসতে হবে।

মুরাদ হাসান বলেন, ফার্মাসিস্টদের সমস্যা সমাধানের জন্য আলোচনা জরুরি এবং যত দ্রুত সম্ভব এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা আলোচনায় বসবো।

সভায় বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. হারুন আর রশিদ সভাপতিত্ব করেন। এতে অংশ নেন অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান, অধ্যাপক আ ব ম ফারুক প্রমুখ।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top