নারী গোয়েন্দার অভিনয়ে পপি!

S M Ashraful Azom
0
নারী গোয়েন্দার অভিনয়ে পপি!
সেবা ডেস্ক: গোয়েন্দা গল্প শার্লক হোমস, ব্যোমকেশ আর ফেলুদার পর এবার দুর্দান্ত এক গোয়েন্দা গল্প নিয়ে তৈরি হচ্ছে দেশের প্রথম নারী ডিটেকটিভ ওয়েব সিরিজ 'গার্ডেন গেম (Garden Game) '। এতে একজন নারী গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে সাদিকা পারভীন পপিকে। 
 
এতে দেখা যাবে, রেকর্ড পরিমাণ চা উৎপাদন করে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষে আসে উদয়ন টি-স্টেট। এরপরেই টি-স্টেটে ঘটতে থাকে একের পর এক লোমহর্ষক খুন। ফুঁসে ওঠে শ্রমিক ইউনিয়ন। সেখানেই আবির্ভূত হন চৌকষ নারী গোয়েন্দা বৃতা। তিনি কি পারবেন এই খুনের রহস্য উদঘাটন করতে?

এমনই এক দুর্দান্ত গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ গার্ডেন গেম। গোয়েন্দা বৃতার চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পপি।

ওয়েব সিরিজটিতে আরো অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ, নিপুন, মনির খান শিমুল, সিন্ডি রোলিং, অশোক বেপারী-সহ আরো অনেকে। তারকাখচিত এই ওয়েব সিরিজটি খুব শিগগিরই মুক্তি পাবে “বায়োস্কোপ লাইভে”।

ওয়েব সিরিজটির চিত্রনাট্যকার কোলকাতার অদিতি মজুমদার ও সরদার সানিয়াত হোসেন।পরিচালনা করছেন তৌহিদ মিতুল। সিরিজটির সঙ্গীতায়োজন করেছেন কোলকাতার সাকী ব্যানার্জী।



⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top