
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ক সভা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম)’র প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার সুসময় মানকিন ও পারুল বেগম প্রমুখ।
সভা শেষে দ্বিতীয় দিনের মত হতদরিদ্র শিশুদের জন্মদিন পালন উপলক্ষে প্রত্যেককে একটি করে বালতি ও ছাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এপির বিভিন্ন এলাকার সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।