
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের ১৪ শতক জমিতে লাগানো উঠতি শশা গাছ কেটে অর্ধ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার খোকশাহাটা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুর ১২টার দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রাজ্জাক।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ধুনট-সোনাহাটা রাস্তার পাশে খোকশাহাটা গ্রামের আমিনুল ইসলামের ১৪ শতক জমি বন্ধক নিয়েছে একই গ্রামের আব্দুর রাজ্জাক নামে এক কৃষক। কৃষক আব্দুর রাজ্জাক প্রায় দুই মাস আগে ওই জমিতে ৫০০টি শশা গাছের চারা রোপণ করে। বর্তমানে ওই জমির গাছগুলোতে শশা ধরেছে। এ অবস্থায় শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শক্রতা করে জমির সবগুলো শশা গাছ কেটে ফেলে।
এ বিষয়ে কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আমি একই গ্রামের আমিনুল ইসলামের কাছ থেকে ১৪ শতক জমি বন্ধক নিয়ে শশা আবাদ করেছি। ক্ষেতে আবাদ করতে এ পর্যন্ত আমার প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এ অবস্থায় কে বা কারা আমার ক্ষেতের সবগুলো শশা গাছ কেটে ক্ষতি করেছে।
ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জব্বার বলেন, কৃষকের ক্ষেতের শশা গাছ কাটার অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।