
আফজাল শরীফ, বকশীগঞ্জ প্রতিনিধি: ২০ এপ্রিল শনিবার বকশীগঞ্জের মেরুরচর ই্উনিয়নের জব্বারগঞ্জ বাজারে যুব সমাজের উদ্যোগে নিরাপদ সড়ক চেয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভার সভাপতি জব্বারগঞ্জ বাজারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ খবির উদ্দিন খোকা মাস্টার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইদ্রিস আলী। সালমান হোসেনর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ জাকির হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী কামরুজ্জামান মিষ্টার, যুবলীগ মেরুরচর ইউনিয়নে সাধারণ সম্পাদক আরিফুর রহমান বানু, স্বেচ্ছাসেবক লীগ মেরুরচর ইউনিয়ন শাখার সভাপতি জিয়াউল হক টাইগার, বিশিষ্ট সমাজ সেবক রশিদুল ইসলাম, টলি মালিক শেখ ফরিদ মাস্টার প্রমুখ।
উক্ত আলোচনা সভার প্রধান উদ্যোক্তা হিসেবে দায়িত্ব ও ভূমিকা পালন করেছেন বকশীগঞ্জ ক্যাডেট একাডেমী ও বকশীগঞ্জ ড্রাগ হাউজের স্বতাধীকারী মোঃ জুলফিকার আলী খোকন।
আলোচনা সভায় বক্তারা তাদের দাবী ব্যারেক বিহীন টলি গাড়িটি সাবধানে চালালে আমরা সড়ক দূর্ঘটনা থেকে সবাই রেহাই পাব। তাই তারা নিরাপদ সড়ক চেয়ে ট্রলি গাড়ির মালিক ও ড্রাইভারদের সাবধানে গাড়ি পরিচালনা করার আহŸান করেছেন।
⇘সংবাদদাতা: আফজাল শরীফ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।