
সেবা ডেস্ক: ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামীকাল বুধবার ভারতে যাচ্ছে বাংলাদেশের হুইল চেয়ার (প্রতিবন্ধী) ক্রিকেট দল। ভারতের কলকাতায় বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এ সিরিজ হচ্ছে।
বাংলাদেশের ‘ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ এর এই দলটি এউপলক্ষে আগামী বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবে। সিরিজকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে গত দুইদিন ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছে হুইল চেয়ার ক্রিকেট দল।
‘ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ এর সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না বলেন, প্রথমবারের মতো তিন দেশ মিলে প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন এ সিরিজের আয়োজন করেছে। এ লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট দল গঠন করে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।
বুধবার ২২ সদস্যের ও বৃহস্পতিবার আরো দুই সদস্যের প্রতিনিধি দল ভারত যাবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।