
সেবা ডেস্ক: কিছুদিন আগে অনেকটা ঘরোয়াভাবে বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ বিয়ে করেছেন ।
সেই ধারাবাহিকতায় আগামী ১৯ এপ্রিলে ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দলের আরেক তারকা ব্যাটসম্যান মুমিনুলের বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান ।
২৭ বছর বয়সী মুমিনুলের হবু স্ত্রীর নাম ফারিহা বাশার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ম্যানেজমেন্টে অনার্স করছেন। গত বছর পারিবারিকভাবে ফারিহার সাথে বাগদান হয় মুমিনুলের।
অনেকেরই হয়তো জানা নেই, মুমিনুলের হবু স্ত্রী ফারিহা প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান সৈকত আলীর শ্যালিকা। সৈকতের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন মুমিনুল, দুজনই বিকেএসপির ছাত্র।
মিরপুর ডিওএইচএস’র একটি কমিউনিটি সেন্টারে মুমিনুলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
জাতীয় দলের বিনয়ী এই ক্রিকেটার সকল আমন্ত্রিত অতিথিদের বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন নিজেই।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।