জেনে নিন সৌজন্যতা কি?

S M Ashraful Azom
0
 জেনে নিন সৌজন্যতা কি?
সেবা ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এসব পরিস্থিতিতে আমরা অনেক সময় সতর্ক অবস্থায় অথবা অজ্ঞাতবশত এমন কিছু করে ফেলি, যা সত্যিই অপরের কাছে দৃষ্টিকটু মনে হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে কিছু বিষয় জানা অবশ্যই প্রয়োজন। আসুন সে বিষয়গুলো মোটা দাগে জেনে নেই-

১। কেউ যদি মোবাইলে কোনো ছবি দেখায়, আপনার উচিত সেই ছবিটাই শুধু দেখা, আশপাশে সোয়াইপ (Swipe) না করা। কারণ, আপনি জানেন না সেখানে কি থাকতে পারে।

২। কারো থেকে কোনো কিছু ধার নিলে নির্দিষ্ট সময়ের আগেই বা তার চাওয়ার আগেই শোধ দিতে চেষ্টা করুন। এটা আপনার সততা এবং চরিত্রের অনেক কিছু মিন করে।

৩। কেউ ট্রিট দিতে চাইলে মেনু কার্ডটা তার দিকেই দিন, তাকেই চয়েস করতে দিন। হাভাতের মতো সবচেয়ে দামী খাবারটা অর্ডার করে বসবেন না। যা আপনি নিজের টাকায় খেতে পারার ক্ষমতা বা ইচ্ছা রাখেন না।

৪। কারো কথার মাঝখানে বাঁ হাত ঢুকিয়ে কথা না বলাটা অনেক বড় ভদ্রতা।

৫। কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না, সে যে পেশারই হোক না কেনো। ধন্যবাদ দিতে পয়সা লাগে না।

৬। কাউকে টানা দুবারের বেশি ফোন করবেন না। যদি সে পিক না করে, বুঝে নিন সে আরো গুরুত্বপূর্ণ কিছুতে ব্যস্ত, অথবা ফোনের আশপাশে অনুপস্থিত।

৭। কাউকে তুই তুকারি করবেন না, তা সে যেই হোক না কেনো। তুই তুকারি করে গায়ে হাত তুললে কারো কাছে আপনার মর্যাদা বাড়বে না। নিজের অধিকার বুঝে কথা বলুন, নিজেকে সম্মান করুন।

৮। অনেকদিন পর কারো সঙ্গে দেখা হলে সে বলতে না চাইলে তার বর্তমান অবস্থা, বেতন, ইনকাম জিজ্ঞাসা করবেন না। ভালো-মন্দতেই শেষ করুন, অথবা সম্পর্ক বুঝে কথা বলুন।

৯। আমার হ্যান আছে ত্যান আছে বলে নিজেকে বা নিজের জিনিস নিয়ে শো-অফ করবেন না। পারলে জ্ঞান-বুদ্ধি নিয়ে শো-অফ করুন।

১০। সবশেষে একজনের গোপন কথা রসিয়ে-রসিয়ে ফুলিয়ে-ফাঁপিয়ে আরেকজনের কাছে বলবেন না। এটা আপনার ‘হীন’ মন-মানসিকতাই প্রকাশ করে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top