শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে খুনের ঘটনায় ঘাতক জহির আটক

S M Ashraful Azom
0
শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে খুনের ঘটনায় ঘাতক জহির আটক
রকি চন্দ্র সাহা,চাঁদপুর জেলা প্রতিনিধিঃ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী কোহিনুর বেগমকে (৩০) ছুরিকাঘাতে খুনের ঘটনায় ঘাতক জহিরুল ইসলাম জহিরকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে চট্টগ্রাম জেলার পশ্চিম মাদার বাড়ি এলাকা হতে তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ শেখ রাসেল ও থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবদুল আউয়াল সঙ্গীয় ফোর্স ঘাতক জহিরকে চট্টগ্রাম থেকে আটক করে।

শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের ভাটুনিখোলা ব্যাপারী বাড়ির প্রবাসী আরিফুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগমকে ১৮ এপ্রিল রাতে ওই গ্রামের আঃ খালেকের পুত্র ভাসুর সম্পর্কিয় মোঃ জহিরুল ইসলাম প্রকাশ জহির ছুরিকাঘাত করে। পরে সোমবার (২২ এপ্রিল) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থানা পুলিশ ইতোপূর্বে ওই মামলার ৩ আসামী জহিরের পিতা আবদুল খালেক, মা আমিরের নেছা ও ছোট ভাই নূর হোসেনকে গ্রেফতার করেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানান, চাঁদপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ শেখ রাসেলের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আবদুল আঊয়াল সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম থেকে ভাটুনিখোলার প্রবাসীর স্ত্রী কোহিনুর বেগমের খুনের ঘটনায় মূল হত্যাকারী জহিরকে আটক করতে সক্ষম হয়েছে।


⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top