
সেবা ডেস্ক: ভোলা সদরে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে ওঝার বিরুদ্ধে জ্বিন তাড়ানোর নামে এক গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই গৃহবধূর শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে।
দগ্ধ জ্যোৎস্না বেগম উপজেলার পশ্চিম ইলিশা ইউপির বাঘা হাওলা গ্রামের সৌদি প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী। তাকে ভোলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় আনা হয়েছে।
জ্যোৎস্না বেগমের মা মাহফুজা জানান, কিছুদিন ধরে জ্যোৎস্না বেগম অস্বাভাবিক আচরণ করছেন। একে জ্বিনের আছর ভেবে তারা পাশের গ্রামের ওঝা বেলায়েত হোসেন ও তার নাতনি শিশু ওঝাখ্যাত রুনাকে ডাকেন। শিশু রুনা জ্যোৎস্নার শরীরে কেরোসিন মেখে আগরবাতি ও ধূপ জ্বালিয়ে ঝাড় ঝাড়ফুঁকের সময় তার শরীরে আগুন লাগে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভায়। পরে রাতেই জ্যোৎস্না বেগমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা সদর থানার ওসি মো. ছগির মিঞা জানান, এ ঘটনায় অভিযুক্ত ওঝা বেলায়েত হোসেন ও তার স্ত্রী অহিদা বেগমকে আটক করা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।