
সেবা ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে নিজের ঘর থেকে অর্ধশতাধিক সাপ মেরেছেন এক স্কুল শিক্ষক। ১৮ এপ্রিল বৃহস্পতিবার ও ১৯ এপ্রিল শুক্রবার সাপগুলো মারেন তিনি।
মানিক মিয়াজি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউপির মোহাম্মদপুরের বাসিন্দা। তিনি জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
মানিক মিয়াজি বলেন, দুই দিন ধরে আমার ঘরের বিভিন্ন ফাঁকা দিয়ে সাপের বাচ্চা বের হতে শুরু করে। এতে আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। আমি দুই দিনে অর্ধশতাধিক সাপের বাচ্চা মেরেছি। বাড়ির সবাই এখনো আতঙ্কিত।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।