
টাঙ্গাইল প্রতিনিধি: ‘মা বোনদের নিরাপত্তা চাই, ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই’ এ স্লোগান নিয়ে ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকালে এবং দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নাগরপুর উপজেলা সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের নাগরপুর উপজেলার বটতলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক লক্ষ্মীকান্ত সাহা, যুগ্ম-আহ্বায়ক রামেন্দ্র সুন্দর বোস, নীরেন্দ্র কুমার পোদ্দার, অরুন কুমার সাহা, সাবেক প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা প্রমুখ। এছাড়া মানববন্ধনে ছিলেন উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্নস্তরের নেতারা।
ধনবাড়ী উপজেলায় সোমবার দুপুরে বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচিত নুসরাত জাহান রাফিসহ সব ধর্ষণ হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন হয়।
বক্তারা বলেন- ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধনবাড়ী শাখার উপদেষ্টা প্রফুল্ল চন্দ্র বসাক, সভাপতি বিনয় কৃষ্ণ তালুকদার, সাধারণ সম্পাদক মদন দাস, চিত্ত রঞ্জন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দে, প্রবীর কুমার সরকার, আল্পনা রানী বর্ধন, বিষ্ণু পদ সাহা প্রমুখ।
ঘাটাইল উপজেলায় নুসরাত জাহান রাফি ও মনিকাসহ বিভিন্ন সহিংসাতার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে ঘাটাইল শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, যুগ্ম-সম্পাদক কার্ত্তিক চন্দ্র দত্ত, ঘাটাইল উপজেলা শাখার হিন্দু-বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অমূল্য আর্য্য, পৌর শাখার সভাপতি মুকুল চন্দ্র দেবনাথ প্রমুখ।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।