
সেবা ডেস্ক: আজ সোমবার শ্রীলংকার কলম্বোতে একটি গির্জার বাইরে আবারো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গার্ডিয়ানের এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমনি একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। এতে দেখা গেছে আতঙ্কে লোকজন ছোটাছুটি করছে। এছাড়া ব্রিটিশ গণমাধ্যম বিবিসিও এমন একটি ভিডিও প্রকাশ করেছে।
সোমবার বিকেল ৩টায় ওই ভিডিওটি আপলোড করা হয়। গার্ডিয়ানের সাংবাদিক বলেন, এটি একটি ‘ছোট বিস্ফোরণ’।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র শ্রীলংকায় আবারো হামলা হতে পারে বলে সতর্কতা জারি করেছিল।
রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোতে ইস্টার সানডের দিনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জন। এ হামলায় আরো প্রায় ৫০০ জন আহত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে শ্রীলংকা পুলিশ। তবে এ হামলার দায় স্বীকার করেছে জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া (এনটিজে) নামের একটি সংগঠন।
এছাড়া এ হামলায় অন্তত ৩৬ জন বিদেশি নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
শ্রীলংকায় নিহতদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরী। এ ছাড়া আহত হয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স।
স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, রোববার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ১১টার মধ্যে এ হমলাগুলো হয়। হামলার স্থানগুলোর মধ্যে রয়েছে, শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেল।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।