
সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা আন্দোলনের মাঠ থেকে পালিয়ে যায়। তাদের দিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হবে না। সাহস থাকলে মাঠে নামুন, আন্দোলনের হুমকি দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।
এ সময় আন্দোলনের হুমকি দেয়া বন্ধ করে বিএনপি নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জে মুজিবনগর দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির উদ্দেশে এ আহ্বান জানান।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এ সময় মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন থেকে পালিয়ে তারা যে ভুল করেছে, সংসদে যোগ না দিলে তা হবে আরো বড় ভুল।
বিএনপি থেকে নির্বাচিত এমপিদের জাতীয় সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, সংসদে আসুন, জনগণের কথা বলুন, সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দিন।
নাসিম আরো বলেন, বিএনপি ও তার দোসররা মুজিবনগর দিবস পালন করে না, কিন্তু ওরা পালন করে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।