
গোলাম মোস্তফা রাঙ্গা।। ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর বিকাল সাড়ে ৪টায় কুড়িগ্রাম স্টেডিয়ামে ৩দিন ব্যাপি ৪০তম জাতীয় সাইক্লিং প্রতিযোগীতা-২০১৯ -এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, ইনডেক্স গ্রপের চেয়ারম্যান জাকিয়া তাজিন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, কুড়িগ্রাম সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিন আল পারভেজ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলুসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকালে অনুষ্ঠিত ৪০ কিলোমিটার একক সাইক্লিং এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিজিবি স্বর্ণ পদক, সেনাবাহিনী রুপ্য পদক এবং আনসার বাহিনী ব্রঞ্চ পদক লাভ করে। উক্ত খেলায় বাংলাদেশ আনসার বাহিনী, বাংলাদেশ সেনা বাহিনী, বিজিবি, বাংলাদেশ জেল, বিজেএমসি, ঢাকা, চট্টগ্রাম, বাগেরহাট, পঞ্চগড় জেলাসহ বিভিন্ন জেলার প্রায় ২৬টি দল অংশগ্রহণ করেছে। খেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল।
⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।