
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে এক ইভটিজারকে এক মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তামিম আল ইয়ামীন এই দন্ডাদেশ দেন। জানাগেছে, থুরি টনকিপাড়া গ্রামের গোলাম রব্বানীর মেয়ে হাজরাবাড়ি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিরএক ছাত্রী (মিতু) স্কুলের যাতায়াতের পথে একই গ্রামের শাহাদাত হোসেন (৩০)সহ কয়েক সহযোগি প্রায়ই উত্যাক্ত করতো।
বিষয়টি ছাত্রীর মা-বাবাসহ প্রতিবেশিদের জানানোর পর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে মায়ের সাথে স্কুলে যাবার পথে সামনে দাড়িয়ে অশালিন কথা বলে। এ ব্যাপারে ছাত্রীর পিতা গোলাম রব্বানী লিখিত অভিযোগ দায়ের করেন। ইউএনও বাদি-বিবাদী-ছাত্রী এবং এলাকাবাসির সাথে কথা বলেন।
ঘটনার সত্যতা পেয়ে আসামী শাহাদাত হোসেনকে গ্রেপ্তার পূর্বক এক মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। উল্লেখ্য, অভিযুক্ত শাহাদাত হোসেন মালঞ্চ গ্রামের বহুল আলোচিত সোহাগ হত্যার আসামী।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।