মাওলানা মুনীরুল আলমের সিজেএফবি এ্যাওয়ার্ড অর্জন

S M Ashraful Azom
0
মাওলানা মুনীরুল আলমের সিজেএফবি এ্যাওয়ার্ড অর্জন
শিব্বির আহমদ রানা, চট্টগ্রামঃ বাংলাদেশ জাতীয় মোফাচ্ছির পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও সাতকানিয়া আলিয়া এম.ইউ ফাযিল (ডিগ্রী) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুনীরুল আলমকে শিক্ষা ও আন্তর্জাতিক ইসলামি বক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য সিজেএফবি'র উদ্যোগে 'সিজেএফবি পার্সোনালিটি এ্যাওয়ার্ড-১৯ইং' প্রদান করা হয়।

গত বুধবার (১৭ এপ্রিল) কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)'র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর কবি বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত নদী ও পরিবেশ রক্ষা শীর্ষক সেমিনারে বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ পুরুস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক নৌপরিবহন মন্ত্রী মুহাম্মদ শাহজাহান খান এম.পি তাঁকে এ পুরুস্কার তুলে দেন।

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বলে ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ১৯৯০ সালে বাঁশখালী হামিদিয়া রহিমা আলিয়া মাদরাসা থেকে দাখিল পরিক্ষায় ১ম বিভাগে পাশ করেন। চুনতি হাকিমিয়া কামিল (এম এ) মাদরাসা থেকে ১৯৯২ সালে আলিম পরিক্ষায় প্রথম বিভাগে, ১৯৯৪ সালে ফাযিল পরিক্ষায় প্রথম বিভাগে, ১৯৯৬ সালে কামিল পরিক্ষায় প্রথম বিভাগে কৃতিত্বের সাথে পাশ করেন। তাছাড়া পরবর্তীতে সাউথইস্ট ইউনাভার্সিটি হতে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।

তিনি শিক্ষকতাকে পেশাকে জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন। ১৯৯৬ সালের দিকে তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি চুনতি হাকিমিয়া কামিল মাদরাসায় সহকারী শিক্ষক ও পরবর্তী ২ বছর যাবৎ আরবী প্রভাষকের দায়িত্বে ছিলেন। ২০০২ সালের মার্চ হতে আজবধি সাতকানিয়া আলিয়া এম.ইউ ফাযিল মাদরাসায় উপাধক্ষ্য হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। চট্টগ্রামের আগ্রাবাদ পাঠানটুলি দামুয়া পুকুর পাড় জামে মসজিদের খতিবের দায়িত্বেও আছেন তিনি।

মাঠে ময়দানে দেশব্যাপী ইসলামের প্রচার ও প্রসারে অনন্য ভুমিকা রেখে যাচ্ছেন এ মোফাচ্ছিরে কোরান। বাংলাদেশ জাতীয় মোফাচ্ছির পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুনীরুল আলম বিভিন্ন সময়ে ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে ভুমিকা রাখায় নানা পুরুস্কার ও সম্মাননা লাভ করেন। তাছাড়া ইসলামী শিক্ষার প্রচার-প্রসার ও মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ একুশে আঞ্চলিক ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি পরিষদ কতৃক "একুশে স্মৃতি গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৯" অর্জন করেন।

শিক্ষা ও আন্তর্জাতিক ইসলামি বক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য সিজেএফবি'র উদ্যোগে 'সিজেএফবি পার্সোনালিটি এ্যাওয়ার্ড-১৯ইং' অর্জন করায় সাতকানিয়া আলিয়া মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, বরেণ্য আলেম সমাজ, সুধীমহল ও বাঁশখালীর সর্বস্তরের আলেম সমাজ অভিনন্দন জানান।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top