
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের মাদারচর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকাল ৪টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) সাইদা পারভিন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মেশিন ধ্বংস করে।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারের এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করে। এ সময় ড্রেজার মেশিনের মালিক সেখান থেকে পালিয়ে যান। পরে ড্রেজার মেশিনে আগুন দিয়ে ধ্বংস করা হয়।
এলাকাবাসী জানায়, ধ্বংস করা ড্রেজার মেশিনের মালিক ঠান্ডু মিয়া দেওয়ানগঞ্জ উপজেলায় বাস করে। সে নির্মাণাধীন সেতু সংলগ্ন ও নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।