জামালপুরে চারজনকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

S M Ashraful Azom
0
জামালপুরে চারজনকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

জামালপুর প্রতিনিধি: আজ ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদের ছনকান্দা ফেরিঘাট ইজারাঘর এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, নিরাপদভাবে খাবার সংরক্ষণ না করা এবং মিথ্যা পণ্য দ্বারা সেবা দিয়ে প্রতারিত করার অভিযোগে চারজনকে ৬৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করা, নিরাপদভাবে খাবার সংরক্ষণ না করা এবং মিথ্যা পণ্য দ্বারা সেবা দিয়ে প্রতারিত করার অভিযোগে তিনজনকে ৬৭ হাজার টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর পৌরসভার শাহপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে মো. আমীর আলী (৫২), চন্দ্রা গ্রামের মৃত আজগর আলীর ছেলে মো. আশরাফ আলী (৫৫) ও হাই স্কুল মোড় এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. মনিরুজ্জামান (৩৫)।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একজনকে ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডপ্রাপ্ত হলেন জামালপুর পৌরসভার শাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বিপুল মিয়া (৫০)।

তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৪ ধারায় এসব জরিমানা করা হয়।

⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top