
সেবা ডেস্ক: জামালপুর সংবাদদাতা: জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সৈয়দ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
এছাড়াও মির্জা আজম এমপি, মোজাফফর হোসেন এমপি, সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা , জামালপুর জেলা আ’লীগের সভাপতি এড.মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা হল একটি আলো, একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে সেখান থেকে আলো ছড়াতে শুরু করে, দিন যত যায় আলোর ব্যাপ্তি তত বাড়ে।এবং আমাগীতে দেশে সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের কাজে এগিয়ে আসতে হবে ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।