
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ডাঃ ওয়াছিম ওয়ালেদা বৃত্তি প্রকল্পের উদ্যোগে গোসাবইবাড়ি এ.এ. উচ্চ বিদ্যালয় ও গোসাইবাড়ি কে.ও. বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২৬ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোসাবইবাড়ি এ.এ. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সংবর্ধনা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ ওয়াছিম ওয়ালেদা বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ জাকির হোসেন।
গোসাইবাড়ি এ.এ. উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, গোসাইবাড়ি এ.এ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, গোসাইবাড়ি কে.ও. বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী, বগুড়া পপুলার ডায়ানোস্টিক সেন্টার লিমিটেডের ফ্লোর ইনচার্জ আল হাসান সুফল ও ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার গোসাবইবাড়ি এ.এ. উচ্চ বিদ্যালয় এবং গোসাইবাড়ি কে.ও. বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২৬ জন কৃতি শিক্ষার্থীকে ৫০০টাকা করে বৃত্তি দেয়া হয়।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।