
সেবা ডেস্ক: ২১ এপ্রিল রবিবার সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রীজ সংলগ্ন কাপাসাটিয়া এলাকা থেকে ২৫পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল রবিবার (২১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রীজ সংলগ্ন কাপাসাটিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মো. আব্দুল কাদের জিলানীর রাইচ মিলের হাউজের পূর্বপাশে চাতালের উপর থেকে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন জামালপুর পৌরসভার সাহাপুর এলাকার মো. জহর আলীর ছেলে মো. বিল্লাল হোসেন বাবু (২০) ও মো. আলী আকবর খান রুয়েলের ছেলে মো. মাহফুজ খান তায়িম (১৯)।
দেহ তল্লাশী করে মো. বিল্লাল হোসেন বাবুর কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ৯৭০ টাকা ও ১৫টি এবং মো. মাহফুজ খান তায়িমের কাছ থেকে ১০টি গোলাপী রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার মোট ২৫টি ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে জামালপুরে মেলান্দহ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করেছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।