
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা শহরের পূর্বপাড়ার বাসিন্দা ফয়সাল আহমেদের মেয়ে ফাতেমা বেগম (১৫) কে অপহরণের ৪৫ দিন পর ঢাকার গাজীপুরের সালনা বাজার থেকে পুলিশ উদ্ধার করেছে।
গোপন সুত্রের মাধ্যমে খবর পেয়ে গাইবান্ধা থানা পুলিশ গাজীপুরে গিয়ে গত ৭ এপ্রিল সালনা বাজারে ঘোরাঘুরি করার সময় মেয়েটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারি আল আমিন সেখান থেকে পালিয়ে যায়। অপহরণকারি আল আমিন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের বাদল মিয়ার ছেলে। সে ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকরি করে।
পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ফাতেমা বেগম গত ২০ ফেব্র“য়ারি কোচিং সেন্টার থেকে বিকেল ৩টার দিকে বাড়ি ফেরার পথে আল আমিন ও তার সহযোগিরা একটি সিএনজি গাড়িতে জোর করে ফাতেমাকে তুলে নিয়ে গাইবান্ধা শহর থেকে পালিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে ফাতেমার বাবা গাইবান্ধা সদর থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। পরে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে গাজীপুরের সালনা এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে।
সদর থানার ওসি খান মো. শাহরিয়ার সাংবাদিকদের জানান, অপহরণের মামলা দায়েরের পর থেকে আমরা মেয়েটির খোঁজ খবর নিচ্ছিলাম। অবশেষে মেয়েটিকে উদ্ধার করতে পেরেছি। তিনি বলেন, আদালতে মেয়েটিকে হাজির করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।