
সেবা ডেস্ক: শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে টাঙ্গাইল শহরের কালিবাড়ী রোডে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ব্যান্ড ‘মাউন্টেন ডিউ’র উদ্যোগে বাইক স্ট্যান্ড শো অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে মাউন্টেন ডিউ ডে অব ডেয়ারস্ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন, টাঙ্গাইল-২(গোপালপুর- ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও জেলা বাস কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি।
এ সময় বাইক রাইডের সদস্য, মাউন্টেন ডিউ এর কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
মাউন্টেন ডিউ স্ট্যান্ড শোতে দেশের খ্যাতিনামা আরআরজেড (জজত) বাইক গ্রুপের সদস্যরা তাদের নৈপূণ্যপূর্ণ কলা-কৌশলে দর্শকদের মাতিয়ে তোলেন ও দর্শকদের বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
কর্মকর্তারা জানান, ডিউ এর ৪০০ এমএল বোতলে আকর্ষণীয় অফার চলছে। বোতলের ক্যাপের ভিতরে ইউনিক কোডে এসএমএস করলে গ্রাহকরা ১০টাকা মোবাইল রিচার্জ পাবেন ও প্রতি সপ্তাহে একজন সৌভাগ্যবান ব্যক্তির জন্য রয়েছে সুজুকি জিকজার এসএফ ব্যান্ডের মটরসাইকেল।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।