ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক ইউনিয়ন অফিসে তালা !

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক ইউনিয়ন অফিসে তালা !
হাসান বাপ্পি,ঠাকুরগাঁও প্রতিনিধি : আগামী ১৭ এপ্রিল ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর শ্রমিক-কর্মচারী শ্রমিক ইউনিয়ন পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে সুগার মিলস শ্রমিক ইউনিয়ন অফিসে শ্রমিকদের বের করে দিয়ে সেখানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে অপর পক্ষের বিরুদ্ধে।

গত ১৪ এপ্রিল রোববার সন্ধা ৭টায় শ্রমিক অফিসে শ্রমিকদের বের করে দিয়ে তালা ঝোলানোর এ ঘটনা ঘটে।

জানা যায়, এ নির্বাচনে প্রথম বারের মতো দুটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দিতা করছে প্রার্থীরা। প্যানেলের একটি হলো উজ্জল-এনায়েত পরিষদ, অপরটি রহমান-কুদ্দুস পরিষদ। উজ্জল-এনায়েত পরিষদ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আখা চাষী সমিতি অফিস ও মিলের প্রবেশ পথে একটি অস্থায়ী অফিস সহ মোট দুটি অফিস ব্যবহার করছে। অপরদিকে রহমান-কুদ্দুস প্যানেল নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করছে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন পরিষদ কার্যালয়টি।

রোববার সন্ধ্যা ৭টায় উজ্জল-এনায়েত এর পক্ষ নিয়ে সোয়াত ও স্থানীয় পয়গাম নামে একজন রহমান-কুদ্দুস পরিষদের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে সেখানে অবস্থানরত শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়।

অফিসে হামলাকালে উপস্থিত ললিত চন্দ্র বর্মন ও আনছার আলী নামের দুজন শ্রমিক জানান, রোববার সন্ধ্যা ৭টায় আমরা অফিসে ১০-১২ শ্রমিক নির্বাচনী আলাপ আলোচনা করছিলাম এমন সময় প্রতিপক্ষ এনায়েত কুরাইশীর ভাতিজা সোয়াত ও স্থানীয় পয়গাম কসাই নামে এক ব্যক্তি অফিসে এসে চেয়ার-টেবিল থাপরা-থাপরি করে উপস্থিত শ্রমিকদের স্থান ত্যাগ করতে বলে। তারা আমাদেও বের কওে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেয়।

এ বিষয়ে রহমান-কুদ্দুস পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ও বাংলাদেশ সুগার মিলস শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীকে অবহিত করি। নির্বাচনী প্রচারণার শেষ মুহুর্তে এ ধরণের কার্যকলাপ সত্যিই দু:খজনক। আমরা ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

অপরদিকে উজ্জল-এনায়েত পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী এনায়েত কুরাইশীর কাছে প্রতিপক্ষের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকদের জন্য নির্ধারিত অফিস নির্বাচনী অফিস হিসেবে কেউ ব্যবহার করতে পারে না।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top