
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জামালপুরের প্রিয়মুখ শ্রদ্ধেয় জনাব ফখরুল আলম আকন্দ সাহেবের একান্ত সাক্ষাতকারে বেশ জনকল্যাণকর তথ্য জানতে পারলাম। এলাকা ও দেশের জন্য যুগোপযোগী, কল্যাণকর ও দূরদর্শী ভাবনা গুলো তুলে ধরার চেষ্টা করছি।
মোঃ ফখরুল আলম আকন্দ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ির আকন্দপাড়া গ্রামে ১৯৬৭ সালের ৩১ শে ডিসেম্বরে সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারে জন্মগ্রহন করেন। পিতা: মরহুম আব্দুল খালেক আকন্দ ও মাতা:ফাতেমা বেগম।
শিক্ষা জীবন :
স্থানীয় সানার চর সরকারী মডেল স্কুল, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।রাজনৈতিক জীবন:
আশির দশকের শেষের দিকে চর আমখাওয়ার বুকে ছাত্রলীগ তথা আওয়ামীলীগকে নানা প্রতিকূলতা ও বিরূপ পরিস্থিতির মধ্যেও একটা শক্ত ভিত্তি গড়ে তোলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ সৈনিক প্লাটুন কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সভাপতি হিসেব কাজ করে যাচ্ছেন।তিনি দলের দুর্দিনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। সততা ও নিষ্ঠার সাথে এখনো কাজ করছেন। তিনি নিজেকে তার দলের একনিষ্ঠ কর্মী মনে করেন। মানব সেবাই তার অন্যতম ব্রত।
বহুজাতিক কোম্পানীর দেশ ও বিদেশ শাখায় কর্ম জীবন অতিবাহিত করছেন।
বাল্যবিবাহ, যৌতুক রোধে আপনার পরামর্শ:সুশিক্ষা অর্জন আর গণ-সচেতনা সৃষ্টি করার পাশাপাশি প্রশাসনের কঠোর নজর দারি নিশ্চিত করণ।
এলাকাবাসীর জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা:
শতভাগ সুশিক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশেষত নারী শিক্ষার অনুকূল পরিবেশ সম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ করা। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রতি বিশেষ গুরুত্বসহ পদক্ষেপ নেয়া। আধুনিক বিজ্ঞান সম্মত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা। সরকারী উদ্যোগের পাশাপাশি যৌথ প্রচেষ্টায় ব্যক্তিগত (প্রাইভেট) প্রয়োজনীয় হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজি স্থাপন করা। উন্নত জীবনের জন্য আধুনিক যোগাযোগ ও উন্নত প্রযুক্তির সদ্ব্যবহারের সুযোগ সৃষ্টি করা। এলাকায় শান্তি শৃঙ্খলা ও সুশাসনের জন্য ন্যায় বিচার পুনঃ প্রতিষ্ঠা করা। যুব সমাজের চরিত্র গঠনে ও দেশ প্রেমে অনুপ্রাণিত করনে মাদক জুয়া অশ্লীলতা ও অসামাজিক কর্মকাণ্ডকে কঠোর হস্তে দমন করা। সেই সাথে সুস্থ মানসিক বিনোদনের অনুকূল পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা। অসহায় ও আর্ত-পিরিত মানুষের সেবায় প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলে প্রজন্মকে অন্তর্ভুক্ত করে তাদের মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত করা; যা মানবিক জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে।আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি:
শিক্ষিত উন্নত ও সমৃদ্ধ সানন্দবাড়ী তথা বাংলাদেশ দেখে বিজয়ী হাঁসি মুখে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।
আগামীর বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান:
স্বনির্ভর উন্নত শক্তিশালী ও বিশ্ব-রাজনীতির নিয়ন্ত্রক হিসাবে প্রিয় স্বদেশ বাংলাদেশকে চালকের আসনে দেখতে চাই।
আপনার শখ কি বা কি করতে ভালো লাগে:
নিজের এলাকায় হত দরিদ্র, কৃষক কুলি মজুর জেলে তাঁতিসহ দলমত নির্বিশেষে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে আপনজন হয়ে থাকার বড্ড শখ আমার। দেশীয় খেলা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের দেশের ক্রিকেট দলের খেলা দেখতে উচ্ছ্বসিত, ভাল লাগে ।আপনার জীবনের স্মরণীয় ঘটনা:
মহান মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে পার্শ্ববর্তী এলাকা আণ্ডার চর সহ কয়েকটি গ্রামে পাক হানাদারদের দেওয়া আগুনের লেলিহান শিখা আর প্রাণ ভয়ে আশ্রয় প্রার্থী অসহায় মানুষের রুদ্ধশ্বাস ছুটাছুটি। পরবর্তীতে আমাদের গ্রামের ভিতর পানিশূন্য খালের মধ্যে পায়ে চলা মেঠো পথে আশ্রয়ের উদ্দেশ্যে ভারতে শরণার্থী হিসাবে ছুটে চলা আবাল বৃদ্ধ অসহায় ও ক্লান্ত পরিশ্রান্ত নর-নারীদের আমার মায়ের দেয়া জগ গ্লাস ভর্তি পানি নিয়ে পান করানো ।
প্রিয় কন্ঠশিল্পী:
আব্দুল জব্বার, বশীর আহমেদ, মাহমুদুন নবী, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ও সুবীর নন্দী।প্রিয় অভিনেতা:
আনোয়ার হোসেন।প্রিয় খেলোয়াড়:
ফুটবলার সালাউদ্দিন।প্রিয় ব্যক্তি:
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানপ্রিয় খাবার:
মায়ের হাতে ভাঁজা ডুবন্ত ঘিয়ের পরাটা মাংস ।প্রিয় রং:
লাল সবুজপ্রিয় ফুল:
গোলাপ ও রজনী গন্ধা ।প্রিয় পত্রিকা:
ভোরের কাগজপ্রিয় গান:
বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম (সুবীর নন্দী)অবসরে পেলে তিনি ফেইসবুকে আপডেট নিউজ দেখেন। সবার জন্য শুভ কামনা জানিয়েছেন।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।