
সেবা ডেস্ক: বাংলা সালের প্রথম মাস বৈশাখের পর থেকেই ঝড়-বৃষ্টির পর বাতাসের আদ্রতা বেশি থাকায় প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। আর সেই সঙ্গে বাড়ছে গরমও। ক্রমবর্ধমান এই তাপমাত্রা আগামীকাল মঙ্গলবার থেকে দাবদাহে রূপ নিতে পারে।
রোববার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছেন।
তিনি জানান, দেশে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়লেও অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে। তবে অনেকটাই স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি থাকবে।
সাধারণত এপ্রিল ও মে মাসের উষ্ণ আবহাওয়ায় কালবৈশাখী, বজ্রঝড়ের অনুকূল পরিবেশ থাকে। বিশেষ করে উত্তর-উত্তর পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে কালবৈশাখীর প্রাবল্য দেখা যায়। এই সময়টাতে যে কোনো সময় বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে।
প্রসঙ্গত, গত পাঁচ দশকের মধ্যে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০১৪ সালের ২৪ এপ্রিল। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকায় তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে তাপমাত্রা ওঠে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।