দেওয়ানগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ অনুষ্ঠিত
সেবা ডেস্ক: ২১ এপ্রিল রবিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দেওয়ানগঞ্জ সরকারি এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজে উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও পরিদর্শক কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন দিনব্যাপী এ প্রশিক্ষণ দেন। এতে নতুন ভোটার নিবন্ধন, ভোটার স্থানান্তর এবং ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কাটার জন্য নিয়োজিত দেওয়ানগঞ্জ উপজেলার ১০০ জন তথ্য সংগ্রহকারী ও ২৫ জন পরিদর্শক কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, তথ্য সংগ্রহকারী ও পরিদর্শক কর্মকর্তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আগামী ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত টানা ২১ দিন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করবেন।

যারা ২০০৪ সালের ১ জানুয়ারির পূর্বে জন্মগ্রহণ করেছে কেবল তাদের তথ্য সংগ্রহ করা হবে। কোনো কারণে আগে যারা ভোটার হতে পারেননি তাদেরও নতুন ভোটার হিসেবে নিবন্ধন করা হবে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top