
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মেলান্দহে খাদ্য বান্ধব কর্মসূচির দুই শ বস্তা চাল সহ এক জনকে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম আপেল মিয়া (২৫) । সে মেলান্দ উপজেলার ঝাওগড়া এলাকার ইমান আলীর ছেলে।
জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির বিতরণ না করে ২০ এপ্রিল শনিবার দুুপুর সাড়ে ১২ টার দিকে ভাংগুরী ভাংগা জামে মসজিদের পাশে থেকে ট্রলি করে অন্যত্র পাচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জামালপুর জেলা কর্মকর্তাদের তথ্যমতে সেখানে অভিযান চালায় থানা পুলিশ ।
অভিযানে ট্রলি গাাড়িতে থাকা দুই শ বস্তা চাল ও এর সাথে জড়িত থাকার অভিযোগে আপেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।