মধুপুরে ব্যবসায়ীকে হত্যা’র ঘটনায় ৩ শিক্ষার্থী গ্রেফতার

S M Ashraful Azom
0
মধুপুরে ব্যবসায়ীকে হত্যা’র ঘটনায় ৩ শিক্ষার্থী গ্রেফতার

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বাড়ি ফেরার পথে আব্দুল জলিল (৫৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে টাকা ছিনতাই করার ঘটনায় ৩ স্কুল শিক্ষার্থীকে গ্রেফতার করেছে  মধুপুর থানা পুলিশ। গতকাল বুধবার (১ মে)  বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সটিবাড়ি এলাকার বেল্লাল হোসেনের ছেলে রাকিব হাসান হিমেল (১৬), অলিপুর গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে সাদিকুল ইসলাম সাদিক (১৭)। তারা দুইজনেই মধুপুর রাণী ভবানী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। এবং আশুড়া উত্তর পাড়ার আব্দুল লতিফের ছেলে রাজু আহমেদ (১৫) মধুপুর কালামাঝি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন জানান, এ হত্যাকন্ডের পর পুলিশ আসামিদের  গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে এবং রহস্যা উদঘাটনের জন্য নিরলস কাজ করে যায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে এ ৩ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে । তাদের মূল উদ্যেশ্য ছিল ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করা। তিনি আরো বলেন, আব্দুল জলিল যেদিন খুন হন তার পরদিন ছিল মুধুপুরে হাট। তিনি হাটের আগের দিন রাতে টাকা কালেকশন করে নগদ টাকা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।

প্রাথমিকভাবে মনে হচ্ছে ছিনতাই করতেই  এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আব্দুল জলিল প্রায়ই নগদ টাকা নিয়ে চলাচল করতেন। ছিনতাই করে টাকা নেয়ার সময় জলিল তাদেরকে চিনে ফেলে। তখন শিক্ষার্থী রাকিব হাসান হিমেল ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে  মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। শিক্ষার্থী রাজু নিহত জলিলের ওপর বেশ কিছুদিন ধরে নজর রেখেছিল।

এছাড়া সাদিক পুরো বিষয়টি কো-অডিনেশন এবং ছিনতাই করার পরিকল্পনা করে। তিনি আরো বলেন, হত্যার আগে কিছুদিন তারা জলিলের ওপর নজর রাখছিল। এ হত্যাকান্ডে যদি আরো কেউ জড়িত থাকে তাকে আইনের আওতায় আনা হবে। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত ৩ শিক্ষার্থীকে টাঙ্গাইল কোর্টে চালান দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে আব্দুল জলিল মধুপুর থেকে আনুমানিক ৫ লাখ টাকা নিয়ে অলিপুরে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। টাঙ্গাইল-মধুপুর সড়ক থেকে অলিপুরের বাড়ির দিকের রাস্তা ধরে একটু এগোতেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথরোধ করে দাঁড়ায়। এরপর তার সঙ্গে থাকা টাকা কেড়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কোপ দেয় ও গলায় আঘাত করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top