মেলান্দহে হতদরিদ্রদের চাউলসহ একজন আটক

S M Ashraful Azom
0
মেলান্দহে হতদরিদ্রদের চাউলসহ একজন আটক
জামালপুরের মেলান্দহে হতদরিদ্রদের ১৫০ বস্তা চাউল কালোবাজারে পাচারকালে আটককৃত চাউল
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে হতদরিদ্রদের ১৫০ বস্তা (প্রতিবস্তায় ৩০ কেজি) কালোবাজারি চাউলসহ একজনকে আটক করেছে পুলিশ। ৭ মে বিকেল ৩টার দিকে মাহমুদপুর নয়াপাড়া থেকে চাউলগুলো আটক করা হয়।

জানা গেছে, মাহমুদপুর বাজারের মফিজ উদ্দিনের ছেলে রাসেলের গুদাম থেকে ১৫০ বস্তা চাউল পিকআপ ভ্যানযোগে মাদারগঞ্জের মনোহর আলীর রাইচমিলে ক্রাসিং করার নেয়ার পথে জনতার মাঝে সন্দেহ হয়। এ সময় ড্রাইভার আ: করিম ও আইনাল হকের কথায় গড়মিল পাওয়া যায়। মুহুর্তেই খবরটি গুয়েন্দাদের (এনএসআই) কাছে পৌছে। এনএসআই এবং পুলিশের তৎপরতায় চাউলগুলো জব্দ করা হয়।

বিকেল ৫টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল কাশেম জানান-আটককৃত চাউলসহ মেলান্দহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান-হতদরিদ্রদের সরকারি চাল কালোবাজারে বিক্রির সাথে জড়িতদের বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top