
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধুতিচোরা এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে ৬ জন নিখোঁজ হয়। দুপুরে স্থানীয় লোকজন মছধরার বেড়জাল দিয়ে রোকেয়া বেগম নামে একজনের মরদেহ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ৭ মে সোমবার সকাল ৯টার দিকে ধুতিচোরা ও আশপাশের গ্রামের নারী-শিশুসহ অন্তত ৬০ জন শ্রমিক ব্রহ্মপুত্র নদের চরে ভুট্টা ক্ষেতে কাজ করার জন্য একটি ইঞ্জিন চালিত নৌকা উঠে। কিছুদুর যাওয়ার পর নৌকাটি একটি ডুবোচরের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে নৌকায় থাকা যাত্রীরা সবাই পানিতে পড়ে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে ডাঙ্গায় উঠতে পারলেও নারী-শিশুসহ ৬জন শ্রমিক নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম ঘাটে পৌছলেও তাদের সাথে ডুবুরি না থাকায় তাদের দাড়িয়ে থাকতে দেখা যায়। পরে গিদারী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদের নেতৃত্বে স্থানীয় জনগণ মাছ ধরার বেড়জাল ফেলে উদ্ধার অভিযান শুরু করে।
দুপুর পৌনে ১২টার দিকে বেড়জালের মাধ্যমে রেকেয়া বেগমের লাশ উদ্ধার করা হয়। দুপুর ১ টার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি এসে স্থানীয়দের সহায়তায় বাকি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।