
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দুবৃর্ত্তদের হামলায় শ্রী শ্রী কৃঞ্চ নামক একটি মন্দির ভাঙচুড় ও মন্দিরের প্রতিমা আগুনে পোড়ানোর ঘটনা ঘটেছে ।
শুক্রবার সন্ধায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের রংগিয়ানী হাট এলাকার ঢোল ঠাকুরের শ্রী কৃঞ্চ মন্দির ভাঙচুড় ও প্রতিমায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার সন্ধায় সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের আবহাওয়াও দূর্যোগ পূর্ন বিরাজ করছিলো। তাই গ্রামের লোকজন ঘরের বাহিরে তেমন একটা বের হয়নি। সন্ধার পর রংগিয়ানী হাট এলাকার কিছু পথযত্রিী রাস্তা দিয়ে যাবার সময় ওই মন্দিরে আগুন জ¦লতে দেখে । তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছটে এসে দেখে মন্দিরে ভাঙচুড় চালানো হয়েছে এবং প্রতিমাগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন বিকেলের পর দূর্যোগ পূর্ন আবহাওয়া বিরাজ করায় গ্রামবাসীরা ঘরের বাইরে বের হয়নি বলে এ সময় এ ঘটনা ঘটতে পারে । মন্দিরটি বাঁশ ও খড়ের তৈরি হওয়ায় আগুন দ্রæতই সব পুড়িয়ে ফেলে। তবে এ ঘটঁনায় স্থানীয় হিন্দু সমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে ।
ঠাকুরগাঁও সদন থানার ওসি আশিকুর রহমান জানান, বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো তাই যত দ্রæত সম্ভব তিনি এ বিষয়টিতে ব্যবস্থা নেবেন ।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।