কেসিসিতে অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ

S M Ashraful Azom
0
কেসিসিতে অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ
সেবা ডেস্ক: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র বিভিন্ন শাখায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অস্থায়ী কর্মচারী নিয়োগ দেয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে। যা সম্পূর্ণ সংস্থাটির নীতিমালা পরিপন্থী। তবে কেসিসি’র সচিব বলছেন, স্থায়ী, অস্থায়ী ও আউটসোর্সিং সকল প্রকার নিয়োগ আপাতত বন্ধ রয়েছে।

জানা গেছে, কর্পোরেশনের সম্পত্তি শাখায় অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন মাহফুজ হোসেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি এ শাখায় কাজ করছেন। সম্প্রতি তিনি একটি ছুটির আবেদন জমা দিয়ে বিদেশে চলে গেছেন। ফলে ওই পদটি বর্তমান খালি হয়ে পড়েছে।

অভিযোগ উঠেছে, মাহফুজ হোসেন চূড়ান্তভাবে আমেরিকায় চলে গেছেন। আর এমন খবর নিশ্চিত হয়ে মোঃ কিবরীয়া রহমান নামের একজনকে ওই পদে নিয়োগ দেয়া হয়েছে। তবে তার এ নিয়োগ দেয়ার ব্যাপারে মোটা অঙ্কের টাকা বাণিজ্য হয়েছে। কিবরীয়া এখন মাহফুজ হোসেনের বেতনই ভোগ করছেন। অন্যদিকে, আর্কিটেড শাখায়ও সাদিয়া গাজি নামের একজনকে নিয়োগের চেষ্টা করা হচ্ছে।

সে নিয়মিত অফিস করছেন। এছাড়া মৌখিক নির্দেশও অনেক কর্মচারীদের শাখা পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে।

কিছু কর্মকর্তারা জানান, মোটা অঙ্কের টাকা নিয়ে আপাতত তাদের আউটসোর্সিংয়ে নিয়োগ দেয়া হয়েছে। মূলতঃ উদ্দেশ্য হলো কিছুদিন পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ শুরু করা হলে তখন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্ত  নিয়োগ দেয়া হবে।

তবে এ ব্যাপারে কর্পোরেশনের সচিব মোঃ আজমুল হক বলেন, স্থায়ী, অস্থায়ী ও অউটসোর্সিং সকল প্রকার উপায়ে আপাতত নিয়োগ বন্ধ রয়েছে। সুতরাং কীভাবে নিয়োগ দেয়া হলো, কে নিয়োগ দিলো সে বিষয়টি পরিষ্কার নয়। তবে বিষয়গুলো খতিয়ে দেখা হবে জানান তিনি।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top