
সেবা ডেস্ক: আরো দুই বছর বৃদ্ধি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব (এপিএস) মু. আশরাফ সিদ্দিকী বিটুর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৪ এপ্রিল এক বছরের জন্য চুক্তিতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ পান আশরাফ সিদ্দিকী বিটু। এরপর ১৭ এপ্রিল অপর এক প্রজ্ঞাপনের মধ্যদিয়ে চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
এর আগে আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।