ধুনটে অটিজম ও এনডিডি বিষয়ক দিনব্যাপী কর্মশালা

S M Ashraful Azom
0
ধুনটে অটিজম ও এনডিডি বিষয়ক দিনব্যাপী কর্মশালা
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধুনট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, মথুরাপুর আমেনা ময়েন আলিম মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন সরকার ও ধুনট সরকারী এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান।

পরে দিনব্যাপী আটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি)  বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন সরকারী আজিজুল হক কলেজের ভ‚গোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মাস্টার ট্রেইনার (অটিজম) আবু সাইদ ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাস্টার ট্রেইনার (অটিজম)  মোস্তফা কামাল সরকার।

ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উক্ত কর্মশালায় অংশ নেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অটিস্টিক শিশুদের অভিভাবকগণ।


⇘সংবাদদাতা: রফিকুল আলম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top