
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষিত ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তাদের মাঝে বিনা মূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ঠাকুরগাঁও এরিয়ার আয়োজনে রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠিত আয়োজিত হয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের দ্বিতীয় আয়ের ঊৎস সৃষ্টি, আয় বৃদ্ধি এবং তাদের শিশুর কল্যাণ নিশ্চিতই হলো এ সহযোগীতার মূল উদ্দেশ্য।
ওয়ার্ল্ড ভিশনের ঠাকুরগাঁও এরিয়া ম্যানেজার লিওবার্ড চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা সমাজসেবার উপ পরিচালক আবু বক্কর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।
উল্লেখ্য, এ অনুষ্ঠানের মাধ্যমে ৩০ জন ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তাদের মাঝে ৪ লক্ষ্য ৮০ হাজার টাকার ব্যাবসায়ীক উপকরন বিতরণ করা হয়।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।