ডাক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন

S M Ashraful Azom
0
ডাক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন
গাইবান্ধা জেলা প্রতিনিধি : ‘সমকাজে সমবেতন দিতে হবে’ এ শ্লোগানে অবিভাগীয় ডাক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোডে বাংলাদেশ অবিভাগীয় ডাক-কর্মচারী পরিষদ গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সহসভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক, গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা ও জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা শাখার সভাপতি আজিজার রহমান, সাদুল্যাপুর শাখার সভাপতি ফয়জার রহমান, সদস্য কান্তি ভূষণ বর্মণ, পলাশবাড়ী শাখার সদস্য আব্দুর রব প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে শাখা পোষ্ট মাস্টার ৪৪৫৪ টাকা, পোষ্টম্যান ৪৩৫৮ টাকা ও রানার ৪১৭৭ টাকা, ঝাড়–দার ৪০৭৭ টাকা বেতন পাচ্ছে। ফলে আমাদের সংসার অভাব অনটনের মধ্য দিয়ে চালাতে হচ্ছে এবং  মানবেতর জীবনযাপন করছি।

অবিভাগীয় ডাক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণ করা হলে আমরা মানবেতর জীবন থেকে মুক্তি পাবো। সরকার প্রত্যেক শাখা পোষ্ট অফিসের জন্য সরকারি অর্থায়নে ভবন নির্মাণ করলে নিজ বাড়িতে বা দোকান ঘড় ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে না। বক্তারা আরো বলেন, ডাক ব্যবস্থার আধুনিকায়ন করাসহ কর্মচারীদের সামরিক রেটে রেশনিং চালু করারও দাবি জানান। 


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top